• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কঙ্গোয় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ০৯:৫৬
দুর্ঘটনাগ্রস্ত বাস
সড়কে অগ্নিকাণ্ডের শিকার যাত্রীবাহী বাস। (ছবিসূত্র : দ্য স্ট্রেটস টাইমস)

মধ্য আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এ দিকে কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, রবিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১টা নাগাদ রাজধানী কিনশাসার নিকটবর্তী সড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। মূলত এর পরপরই বাসটিতে দ্রুত ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

অপর দিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা ফরাসি বার্তা সংস্থা ‘এএফপিকে’ বলেছিলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩০। তাছাড়া আহত ১৮ যাত্রীর শরীরের অধিকাংশ স্থানে পুড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। যে কারণে এই মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

রেড ক্রসের এই মুখপাত্র আরও বলেন, ‘এ দিন লুফু থেকে রাজধানী কিনশাসা যাওয়ার পথে অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাই বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের একটি নিচু জমিতে গিয়ে আছড়ে পড়ে। মূলত এর পরপরই হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।’

আরও পড়ুন :- পাকিস্তানে ভারতের ভয়াবহ হামলা (ভিডিও)

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড সিয়ালা বলেছিলেন, ‘এখন মরদেহগুলো শনাক্তের কাজ চলেছে। যদিও বেশকিছু দেহ এমনভাবে পুড়েছে যে, ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত সম্ভব নয়।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড