• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিসহ ইউরোপে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন হচ্ছে

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ২০:২৯
ইতালি
(ছবি : প্রতীকী)

ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ অক্টোবর রবিবার স্থানীয় সময় রাত ৩টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হবে।

বছরে দুবার দিবালোক সঞ্চয়ের উদ্দেশ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এভাবে একবার সামনে, আরেকবার পেছনে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ অক্টোবর রবিবার স্থানীয় সময় রাত ৩টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হবে।

এ দিন স্থানীয় সময় যখন রাত ৩টা হবে, তখন ঘড়িতে রাত ২টা করে দেওয়া হবে। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

ইউরোপের বেশ কয়েকটি দেশেই ‘ডিএসটি’ অনুসারে সময়ের পরিবর্তন হয়। এছাড়া বিশ্বের আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন করা হয়ে থাকে।

ইতালির সময় পরিবর্তনের ফলে ২৭ অক্টোবর রাত ২টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড