• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ত্রবিরতির মধ্যেই কুর্দিদের হামলায় তুর্কি সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১৬:২১
তুরস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলে এখনো সংঘর্ষ চলছে (ছবি : রয়টার্স)

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ওপর অভিযান স্থগিত ঘোষণা করেছে তুর্কি সেনারা। তবে অস্ত্রবিরতি চলা সত্ত্বেও কুর্দিদের হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রবিবার (২০ অক্টোবর) এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘রয়টার্স’।

এ বিষয়ে দেওয়া এক বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া অভিযান স্থগিত ঘোষণা করেছে তুরস্ক। তবে এরই মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের শহর তেল আবিয়াদে কুর্দি গেরিলাদের আক্রমণে তুরস্কের এক সৈন্য নিহত হয়েছে।

এছাড়া কুর্দিদের হামলায় আরেকজন তুর্কি সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানানো হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে।

গত ৯ অক্টোবর সিরিয়া অভিযান শুরু করে তুর্কি সেনারা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সিরিয়ায় সেনা অভিযান পাঁচ দিনের জন্য স্থগিত করে তুরস্ক।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড