• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিক্ষোভে উত্তাল চিলির রাজধানী, জরুরি অবস্থা ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৩:০২
চিলি
একটি টিকেট কাউন্টারে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, ছবি : রয়টার্স

চিলির রাজধানী সান্তিয়াগোতে প্রচণ্ড বিক্ষোভের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা জরুরি অবস্থা ঘোষণা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ৬০ লাখ মানুষের শহর সান্তিয়াগো এখন বিক্ষোভে উত্তাল। শহরটির বাসিন্দারা দাঙ্গায় লিপ্ত হয়েছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা কয়েকটি ভবনে আগুন দিয়েছে। এছাড়া সেখানকার মেট্রো ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তারা। এ কারণে শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গণপরিবহনের ভাড়া বাড়ানোর কারণেই মূলত এ আন্দোলন শুরু হয়। পর্যায়ক্রমে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভে বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি মেট্রো স্টেশনে আগুন দিয়েছে। এছাড়া বেশ কয়েকটি পাবলিক বাস এবং দোকান লুটপাট করেছে তারা। ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে পৌঁছেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা।

বিক্ষোভ সম্পর্কে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, শহরের বড় ধরনের ক্ষতি যারা করেছে সেসব ‘সন্ত্রাসীদের’ বিচারের আওতায় আনার জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। এ সময় বিক্ষোভের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড