• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপ এখন আইএস জঙ্গিদের ফিরিয়ে নিতে চায় : ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১২:২৬
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক-সিরিয়ায় এক সময় ভয়াবহ তৎপরতা চালানো সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া নাগরিকদের এবার ফিরিয়ে নিতে সম্মত হয়েছে ইউরোপীয় বিভিন্ন দেশ। শুক্রবার (১৮ অক্টোবর) এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘ইউরোপের বেশ কয়েকটি দেশ এই প্রথম যেসব নাগরিক অতীতে আইএসের হয়ে যুদ্ধ করেছিল তাদের ফেরত নিতে রাজি হয়েছে।’ খবর এপির

দীর্ঘদিন যাবত বন্দি অবস্থায় থাকা আইএস জঙ্গিদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে ইউরোপীয় দেশগুলোর সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এবার আমরাও ইউরোপকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। কেননা তাদের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ভীষণই আনন্দিত।’

যদিও এর আগে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলোকে এসব জঙ্গিদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন, ‘পশ্চিমা দেশগুলো থেকে অসংখ্য নাগরিক আইএসের হয়ে জঙ্গিবাদে জড়িয়েছিল। বর্তমানে তাদের অনেকেই আমাদের হাতে বন্দি রয়েছে। যে কারণে অবিলম্বে সেসব বন্দিদের নিজ নিজ দেশে ফিরিয়ে না নিলে আমরা ইরাক-সিরিয়া থেকে আটক জঙ্গিদের মুক্ত করে দেব।’

এর আগে ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের মদদে ইরাক-সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের উত্থান ঘটে। যদিও পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলো থেকে হাজার হাজার যুবক সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠীটিতে নিজেদের নাম লেখায়। যার মধ্যে অনেকে সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছে; আর বাকিরা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে বন্দি হয়েছে।

আরও পড়ুন :- সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়েছে তুরস্ক

বিশ্লেষকদের মতে, উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের দেশ দুটি থেকে উৎখাত হওয়ার পর এখন নিজ দেশের নাগরিক এসব জঙ্গিকে নিয়ে ইউরোপীয় দেশগুলো এক রকম বিপাকে পড়েছে। যে কারণে এসব দেশগুলোকে বর্তমানে ইরাক-সিরিয়া প্রসঙ্গে নিজেদের ভুল নীতির পরিণামও ভোগ করতে হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড