• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাধীনতাকামীদের বিক্ষোভে অচল স্পেনের কাতালোনিয়া 

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ২২:৫০
স্পেন
রাজপথে নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী (ছবি : দ্য লোকাল স্পেন)

কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতাদেরকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা সাধারণ ধর্মঘটে সহিংসতার ফলে এলাকাটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দ্য লোকাল স্পেনে’র।

গত সোমবার (১৪ অক্টোবর) কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের ঘটনায় ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে ৯ নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন স্পেনের সর্বোচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার জনগণ।

আজ শুক্রবার সাধারণ ধর্মঘট ও সমাবেশের ডাক দেন স্বাধীনতাকামীরা। বার্সেলোনাগামী এই সমাবেশে কয়েক হাজারের বেশি মানুষ অংশ নেন।

এদিন সকালে স্পেনের লা জনকুয়েরা পৌরসভার ফ্রান্সগামী রাস্তাটিসহ বার্সেলোনার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এতে অঞ্চলটির মেট্রো, ট্রেন ও প্লেনসহ সব ধরনের পরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এর আগে কাতালোনিয়ার স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে চলমান ধর্মঘটের চতুর্থদিন (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) স্বাধীনতাকামীরা বার্সেলোনার ব্যারিকেডগুলো পুড়িয়ে দেন। এসময় পুলিশের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড