• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপে গ্রেফতার ৬০ ইসরায়েলি

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ২০:২৬
ইসরায়েল-ইউরোপ
ছবি : প্রতীকী

ইউরোপে গ্রেফতার করা হয়েছে ৬০ ইসরায়েলি নাগরিককে। মাদক চোরাচালানের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল-ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, মাদক চোরাচালানের দায়ে ইউরোপে ৬০ জন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে। তারা ‘খাট’ নামের মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

এ দিকে দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে ৭ জন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সুইডেনে তিনজন, স্পেনে দুজন এবং আয়ারল্যান্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

গ্রেফতার হওয়া সব ইসরায়েলি নাগরিককে খাট বহনকালে গ্রেফতার করা হয়। এই ধরনের মাদকদ্রব্য মূলত ইয়েমেন এবং সোমালিয়ায় উৎপন্ন হয়ে থাকে।

ইউরোপে নিজেদের নাগরিক গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সম্পর্কে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে কারাদণ্ডও ভোগ করতে হচ্ছে ইসরায়েলিদের।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড