• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের ঘাঁটি নিজেরাই বোমা মেরে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১৭:৪২
যুক্তরাষ্ট্র
এফ-১৫ ই বিমান (ছবি : পার্সটুডে)

মার্কিন সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদেরই ব্যবহৃত একটি গোলাবারুদের ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলেজ কেজিংসের করা একটি টুইটের বরাত দিয়ে আজ এই খবর প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম ‘পার্সটুডে’।

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের মুখপাত্র এবং মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলেজ কেজিংস বুধবার (১৬ অক্টোবর) এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের দুটি জঙ্গিবিমান একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বোমা হামলা চালিয়েছে। এটি আমেরিকা ও কুর্দি গেরিলাদের সমন্বয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

তিনি আরও বলেন, ওই গুদামে বিমান হামলা চালানোর আগে আন্তর্জাতিক জোটের সমস্ত সেনা এবং জরুরি কৌশলগত যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয়েছিল। মার্কিন বাহিনীর এ ঘাঁটিটির অবস্থান ছিল সিরিয়ার আইন আল-আরব ও আইন আল-ইসা শহরের মধ্যবর্তী জায়গায়।

এই কাজের জন্য দুটি (এফ-১৫ ই) বিমান ব্যবহার করা হয়। কর্নেল মাইলেজ জানান, ওই সিমেন্ট ফ্যাক্টরি যাতে আর সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার না করা যায় সে জন্যই সেটা ধ্বংস করা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড