• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১২:৩৬
ফিলিপাইন
(ছবি : প্রতীকী)

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) রাতে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। শক্তিশালী এই ভূমিকম্পের কারণে চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দাভাও ডেল সুর প্রদেশের ম্যাগসেসে এলাকায় ভূমিধসে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। আর টুলুনান এলাকায় নিহত হয়েছে এক শিশু এবং আহত হয়েছেন দুজন। এছাড়া কোটাবাটো এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূমিকম্পটি মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমের শহর জেনারেল সান্তোসে আঘাত হানে। কম্পনের কেন্দ্র ছিল দাভাও শহরের ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড