• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না : ট্রাম্প 

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১২:০৭
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : বিবিসি)

তুর্কি সেনারা এখন তুরস্কের উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ওপর সশস্ত্র অভিযান চালাচ্ছে। তুর্কি সেনাদের সিরিয়া অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের যুদ্ধের বিরুদ্ধে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসির’।

এ সময় তুরস্কের অভিযানে কোণঠাসা হয়ে পড়া কুর্দিদের ‘নিষ্পাপ ফেরেশতা’ নয় বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউজে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরিয়া ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত ওই আলাপে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর তুর্কি সেনাদের হামলা চালানোর ব্যাপারে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, কুর্দিরা যতদিন মার্কিন সেনাদের সঙ্গে যৌথভাবে লড়েছে ততদিন ভালো করেছে। যখনই মার্কিন বাহিনীকে ছাড়া তাদের একা লড়তে হচ্ছে, তখনই তাদের দুর্দিন শুরু হয়ে গেছে।

এ সময় তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত নয় বলেও জানিয়েছেন ট্রাম্প।

তবে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তর সীমান্তে যে সশস্ত্র অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র সেটার বিরুদ্ধে বলে জানিয়েছেন তিনি। এই ব্যাপারে ট্রাম্পের মন্তব্য, যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না। আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। তাই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি আমরা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড