• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রভাবশালী নারীর তালিকায় রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া জেসমিন

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৭:০৬
বাংলাদেশ
রোহিঙ্গা বংশোদ্ভূত নারী জেসমিন আক্তার (ছবি : সংগৃহীত)

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের সেরা একশ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নামের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে রোহিঙ্গা বংশোদ্ভূত নারী জেসমিন আক্তারের নাম। তিনি রোহিঙ্গা বংশোদ্ভূত হলেও যুক্তরাজ্যের নাগরিক।

আজ বুধবার ২০১৯ সালের প্রভাবশালী নারীদের এই তালিকা প্রকাশ করে বিবিসি। এতে পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃজনশীলতা, খেলাধুলা ও পরিচয়— এমন ছয় ক্যাটাগরিতে সারাবিশ্বের একশ নারীর নাম প্রকাশ করা হয়।

তালিকায় জায়গা পাওয়া জেসমিন আক্তারের জন্ম বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এক পর্যায়ে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজের নৈপুণ্যের প্রমাণ দেন জেসমিন। এ বছর ইংল্যান্ডের জার্সিতে পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন তিনি।

জেসমিন আক্তারকে সংখ্যালঘুদের মধ্য থেকে উঠে আসা বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারী হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। জেসমিনের জন্মের আগেই মারা যান তার বাবা। তবে চরম প্রতিকূলতার মধ্যে জন্ম নেওয়া জেসমিন থেমে থাকেননি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড