• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে গুলিতে শ্রমিক নিহত, সন্দেহ পাকিস্তানিদের দিকে

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৬:১০
কাশ্মীর
সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে (ছবি : এনডিটিভি)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকধারীর গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) এই খবর প্রকাশ করেছে ‘পিটিআই’। পুলিশের ধারণা বন্দুকধারী একজন পাকিস্তানের নাগরিক।

সংবাদ সংস্থাটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, আজ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ছত্রিশগড়ের এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী।

এর আগে গত সোমবার (১৪ অক্টোবর) সোপিয়ানে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন এক ট্রাক ড্রাইভার।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বন্দুকধারীরা বাইরের রাজ্য থেকে জম্মু-কাশ্মীরে আসা শ্রমিকদের ‘টার্গেট’ করছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করাই তাদের পরিকল্পনা।

এ বিষয়ে জম্মু-কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে দেওয়া এক টুইট বার্তায় বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে বুধবার পুলওয়ামার কাকপোরায় এক অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এখন ওই এলাকাটিতে তল্লাশি চলছে।

পুলিশের পক্ষ থেকে করা ওই টুইটে আরও বলা হয়েছে, এর আগে সোমবার একইভাবে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। তিনি এক ফলের বাগান থেকে ফল নিয়ে যাচ্ছিলেন।

এ দিকে পুলিশের ধারণা, এসব বন্দুকধারীরা পাকিস্তানের নাগরিক।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড