• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দায়িত্ব ছাড়ছেন অমিত শাহ, নতুন নেতার খোঁজে বিজেপি

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ০৯:১২
নরেন্দ্র মোদী ও অমিত শাহ
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। (ছবিসূত্র : দ্য স্টার অনলাইন)

ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত ক্ষমতাসীন বিজেপির সভাপতির পদ থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বশেষ লোকসভা নির্বাচনের নিরঙ্কুশ জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। একসঙ্গে বিজেপি প্রধান ও সরকারের সবচেয়ে কঠিন মন্ত্রণালয়ের দায়িত্ব ভার কাঁধে ওঠায় শুরু থেকেই প্রশ্ন উঠেছিল কবে তিনি তার সভাপতির পদ ছাড়ছেন।

এর পর কেটে গেছে বেশ কিছু সময় ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং পরবর্তীতে আসামের এনআরসি তালিকা প্রকাশ; যার মাধ্যমে রাষ্ট্রহীন করা হয় প্রায় ১৯ লক্ষাধিক বাঙালিকে। এসব বড় বড় প্রকল্প সম্পন্ন করে অবশেষে গত সোমবার (১৪ অক্টোবর) অমিত শাহ তার এই পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খুব শিগগিরই দল নতুন একজন সভাপতি পেতে চলেছে।’

দলীয় সূত্রের বরাতে গণমাধ্যমের দাবি, চলতি বছরের শেষ দিকে বিজেপির সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে তিনি দলের নেতৃত্ব প্রদানের জন্য নতুন ও যোগ্য নেতার পথ তৈরি করে দেবেন। অমিত শাহ বলেন, ‘আমি আশা করছি- আগামী ডিসেম্বরের মধ্যেই দলের মধ্যে থেকে কোনো একজন যোগ্য নেতা বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করবেন।’

গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাসীন বিজেপির এই সভাপতি বলেছিলেন, ‘এখন অনেকেই ভাবছেন আনুষ্ঠানিকভাবে দলের প্রধানের আসনে না থাকলেও; আমি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার' হিসেবে কাজ করব। এমনটা ভাবা মোটেও ঠিক নয়।’

অমিত শাহ আরও বলেন, ‘২০১৪ সালে আমি বিজেপি প্রধানের দায়িত্ব গ্রহণের সময়ও ঠিক এমনই একটা কথা উঠেছিল। সেবার অনেকেই বলেছিলেন একবার যদি আমার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরতে পারেন তালেই সব জল্পনা-কল্পনা শেষ হতে যাবে।’

বিজেপি সব সময়ই নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হবে উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘এটা (বিজেপি) আমাদের দল, যা কখনোই কংগ্রেস নয়। তাই কোনোদিন কেউ এসে দলটিকে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না।’

এ দিকে দলটির নেতাদের দাবি, বিজেপি সাধারণত ‘এক ব্যক্তি এক পদ’ নীতিকে অনুসরণ করে। আর তাই শুরু থেকেই আশা করা হচ্ছিল যে- অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পরপরই নতুন কোনো একজন নেতা দলীয় প্রধানের দায়িত্ব পেয়ে যাবেন। এবার সেটাই কার্যকর হতে যাচ্ছে।

আরও পড়ুন :- আসামের পর গোটা ভারতেই হবে এনআরসি : অমিত শাহ

অপর দিকে অমিত শাহ আরও বলেন, বিজেপির নির্বাচনি (সাংগঠনিক) কার্যক্রম চলছে। তাই নতুন সভাপতি আগামী ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন এবং দলের সব বিষয়গুলো নিজের মতো করে বুঝে নেবেন।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড