• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মোদী কেবল ট্রাম্প-আম্বানির সঙ্গেই থাকেন, কৃষকদের সঙ্গে নয়’

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ০৯:১৬
মোদী ও ট্রাম্প
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন)

ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার নিজ দেশের কৃষকদের প্রতি অবজ্ঞা এবং অবহেলার অভিযোগ তুলেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ‘মোদীকে কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির সঙ্গেই দেখা যায়। কিন্তু তাকে কখনোই দেশের কৃষকদের সঙ্গে দেখা যায় না।’

সোমবার (১৪ অক্টোবর) হরিয়ানা রাজ্যের নুহতে আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী এসব কথা বলেন।

তার মতে, ‘নির্বাচনি ইশতিহারে দেশে দুর্নীতি নিধন, কৃষক কল্যাণ ও কর্মসংস্থানের বিষয়ে তার পুরনো প্রতিশ্রুতিগুলো আসলে সম্পূর্ণই চাতুর্যপূর্ণ। এক দিকে দেশের যুব সমাজ কেবলই বেকারত্বের মুখোমুখি হচ্ছে আর অপর দিকে প্রধানমন্ত্রী একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।’

এমনকি নরেন্দ্র মোদীকে ভারতের শ্রেষ্ঠ ধনী রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির মতো বড় ব্যবসায়ীদের একজন মুখপাত্র হিসেবেও আখ্যায়িত করেছেন রাহুল।

সাবেক এই কংগ্রেস সভাপতির ভাষায়, ‘মোদী হচ্ছেন কেবল আম্বানি-আদানির লাউডস্পিকার। তিনি সারাদিন শুধু তাদের নিয়েই আলোচনা করেন।’

সমাবেশে ক্ষমতাসীন বিজেপির পাশাপাশি এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়েও ব্যাপক সমালোচনা করেন রাহুল। তার ভাষায়, ‘কংগ্রেস সব সময় ভারতকে একত্রে যুক্ত রাখার কাজ করে এবং আরএসএস এসে তা ভেঙে দেয়।’

এদিন রাহুল কংগ্রেস ক্ষমতায় এলে গুরুগ্রাম থেকে আলওয়ার পর্যন্ত রেলপথ নির্মাণ, নুহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদানসহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন :- কাশ্মীর ইস্যুতে এবার বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়লেন মোদী

প্রধানমন্ত্রী মোদীর বিশেষ রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’ (মনের কথা) প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘তিনি (মোদী) প্রতি ১০ দিন পরপর মনের কথা বলেন তবে তিনি কেন যে ‘কাম কী বাত’ (কাজের কথা) বলেন না? গতবার তিনি নোট বাতিলের পর বলেছিলেন, এটি তাদের অবৈধ অর্থের বিরুদ্ধে লড়াই। কিন্তু সেই লড়াই কী এখনই শেষ হয়ে গেছে? কেননা আমার জানা মতে অবৈধ অর্থ তো এখনো শেষ হয়নি। আপনাদের এখন পর্যন্ত ব্যাংকের লাইনে দাঁড়াতে হয়। যদিও সেই লাইনে একজনও কালো টাকার মালিক কখনো দাঁড়ায় না।’

সূত্র : ‘পার্স টুডে’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড