• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিধ্বস্ত জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ২১:২৮
জাপান
টাইফুনের প্রভাবে জাপানে বন্যা, ছবি : সংগৃহীত

টাইফুন হাগিবিসের আঘাতে বিধ্বস্ত সূর্যোদয়ের দেশ জাপান। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে। এছাড়া বেশ কয়েকজন এখনো নিখোঁজ আছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে দেশটির উদ্ধারকারী বাহিনী।

জাপানি একটি সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে জাপানে মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে। অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিখোঁজদের সন্ধানে ১ লাখ ১০ হাজারেরও বেশি উদ্ধারকারী অংশ নিয়েছে। ভূমিধ্বস এবং বন্যার কারণে যারা আটকা পড়েছে তাদের উদ্ধারে কাজ করছে হাজার হাজার পুলিশ, দমকল বাহিনীর কর্মী, কোস্ট গার্ড এবং সামরিক বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গত ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাপান। শনিবার (১২ অক্টোবর) সকালে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা ‘হাগিবিস’ নামের এই টাইফুনের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে দেশটি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড