• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্থ সঙ্কটে বন্ধ হচ্ছে জাতিসংঘের এসি ও এসক্যালেটর

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪
যুক্তরাষ্ট্র
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস (ছবিসূত্র : বিবিসি)

চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে জাতিসংঘ। বিদ্যুতের খরচ বাঁচাতে জাতিসংঘ সদর দপ্তরের এসিগুলো (এয়ার কন্ডিশনার) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সঙ্গে বন্ধ রাখা হবে এসক্যালেটরও।

ফরাসি সংবাদমাধ্যম ‘এএফপি’ জানিয়েছে, ৬০টি দেশের কাছ থেকে প্রাপ্য অর্থ না পাওয়ার কারণে এই ভয়াবহ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে জাতিসংঘ।

জানা গেছে, আর্থিক মন্দার প্রভাব এতটাই গুরুতর যে ৩৭ হাজার কর্মীর বেতন দেওয়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ক্যাথরিন পোলার্ড জানান, বিভিন্ন খাতে খরচ কমিয়ে নিয়মিত কর্মীদের বেতন দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া।

ক্যাথরিন পোলার্ড আরও বলেন, খরচ কমাতে এসক্যালেটর ও এসি বন্ধের পাশাপাশি কূটনীতিকদের জন্য যে পানশালাটি রয়েছে সেটিও বিকাল ৫টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

এ দিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত এক দশকে এমন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। ৬০টি দেশের কাছ থেকে জাতিসংঘের প্রাপ্য অর্থ এখনো আদায় করা যায়নি। ফলে চলতি অর্থ বছরে প্রায় ১৪০ কোটি ডলারের ঘাটতি দেখা গেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড