• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে বৃহৎ শক্তির সম্মান দেখানোর আহ্বান পুতিনের

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১৪:১৩
রুশ প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। (ছবিসূত্র : সিএনএন)

বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সম্মান দেখানোর জন্য সকল বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১২ অক্টোবর) রুশ টেলিভিশন চ্যানেল ‘রাশা টুডেকে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে বর্তমানে ইরানের মতো শত শত বছরের পুরনো বৃহৎ শক্তিগুলোর নিজস্ব বেশকিছু স্বার্থ রয়েছে। যে কারণে তাদের প্রতি বিশ্বের সকল দেশের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।’

পুতিন তার সাক্ষাৎকারে রাশিয়ার পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি নিয়ে বর্তমানে আমরা বেশ চিন্তিত। কেন না এর সঙ্গে রাশিয়ার সার্বভৌমত্ব পুরোপুরি জড়িত। তাই আমরা একে নিজেদের জন্য এক বড় হুমকি বলেই মনে করছি।’

তিনি আরও বলেছিলেন, ‘সত্যি এটি আমাদের সবার জন্যই বড় একটি হুমকি। কেন না ন্যাটো ঠিক কোন কোন অঞ্চলে হামলা চালাবে? এটি তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে নাকি সিরিয়ার দিকে, অথবা তা ইরাক হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যেও হতে পারে। আসন্ন হুমকিগুলো মোকাবিলায় আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একত্রিত রাখা প্রয়োজন।’

বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট এমন একটি সময় তেহরানের প্রতি এই সম্মান প্রদর্শনের আহ্বানটি জানালেন যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্টদের প্রতি আরও বেশি গুরুত্বারোপের কথা বলেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মতে, ‘এই নিরাপত্তার ফলে হয় এই অঞ্চলের সকল দেশ থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না।’

আরও পড়ুন :- জার্মানির পর এবার তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করল ফ্রান্স (ভিডিও)

এর আগে সম্প্রতি কুয়েতের ‘আল-রাই’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য আমাদের সবারই এই পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য। কেন না বহু শতাব্দী যাবত অঞ্চলটির নিরাপত্তা এবং স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করেছে; আর তা ভবিষ্যতেও করবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড