• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ০৭:২৯
মৃত্যু
কাশ্মীরে গ্রেনেড হামলা (ছবি : সংগৃহীত)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাত জন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারের ভিড় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, এই হামলায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় গুরুতর আহত ৭ জনকে রাজধানী শ্রীনগরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হঠাৎ করে হামলা চালানোর পর পরই ওই বাজার এবং আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারী সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে অঞ্চলটিতে।

জম্মু-কাশ্মীর প্রশাসন দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর শনিবার সকালে মোবাইল সেবা চালু করার ঘোষণা দেয়। উপত্যকার অধিকাংশ এলাকা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে শহরগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছে এই সন্ত্রাসী হামলা নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সন্ত্রাসী হামলায় জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ১৪ জন আহত হয়েছিল।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড