• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্লাস্টিক কুড়াতে পলিথিন ব্যাগ ব্যবহার করায় মোদীর তীব্র সমালোচনা

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ২১:২৬
ভারত
সমুদ্র সৈকত পরিষ্কার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবিসূত্র : এনডিটিভি)

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে তামিলনাড়ু গিয়ে আজ সেখানকার সমুদ্র সৈকত পরিষ্কার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৈকতে প্লাস্টিক পণ্য কুড়ানোর ভিডিও সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে মোদী প্লাস্টিক কুড়াতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করেছেন, এ কারণে অনেকে তার তীব্র সমালোচনা শুরু করেছেন।

টুইটারে পোস্ট করা মোদীর ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের বিভিন্ন আবর্জনা তিনি পলিথিনের একটি ব্যাগে ভরছেন। অথচ তামিলনাড়ু রাজ্যে পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ।

অনেক টুইটার ব্যবহারকারী বিষয়টির সমালোচনা করে পোস্ট দিয়েছেন। আর জানতে চেয়েছেন নিষিদ্ধ পলিথিন ব্যাগ নরেন্দ্র মোদী কোথায় পেলেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভারতের প্রথম সারির কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশ করা হয়েছে।

এ দিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের সমুদ্র সৈকত ধরে হাঁটার সময় মোদী দেশের জনতাকে আবারও পরিচ্ছন্ন থাকার এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড