• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত থেকে নেপালে গেলেন চীনের প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৯:০৮
চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ছবি : দ্য হিমালয়া)

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদিনের সফরে নেপালে পৌঁছেছেন। ভারত থেকে সরাসরি নেপাল সফরে গেলেন তিনি। খবর নেপালের পত্রিকা ‘দ্য হিমালয়া’র।

পত্রিকাটি শনিবার (১২ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় বিকালে নেপালে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই রাষ্ট্রীয় সফরে তিনি দুদিন নেপালে অবস্থান করবেন।

এ দিকে চীনের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে নেপালের প্রধান প্রধান সড়কগুলোকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। শি জিনপিংয়ের এই সফরকে সামনে রেখে ঢেলে সাজানো হয়েছে নেপালের জাতীয় উদ্যান। রাস্তার উভয় পাশে লাগানো হয়েছে শি জিনপিং ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ছবি।

শি জিনপিংই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে নেপাল সফর করছেন। এই সফরে দুই দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর অধীনে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে কিছু চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এর আগে, দুইদিনের অনানুষ্ঠানিক এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তামিলনাড়ুতে দেখা করেন শি জিনপিং।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড