• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরের স্বাধীনতা নিশ্চিত : ইমরান

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৮:৩১
পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবিসূত্র : ডন)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন জম্মু-কাশ্মীরের স্বাধীনতা নিশ্চিত। আর খুব শিগগিরই ভারত নিয়ন্ত্রিত এই অঞ্চলটি পুরোপুরি স্বাধীন হবে। শনিবার (১২ অক্টোবর) নিজের অফিশিয়াল টুইটার পেইজে করা এক টুইট বার্তায় এই মন্তব্য করেন তিনি।

এই টুইট বার্তায় ইমরান লেখেন, কাশ্মীরবাসীদের আর বেশিদিন ভারতের নিয়ন্ত্রণে থাকতে হবে না। মানুষ জেগে উঠেছে। আমি মনে করি, খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে। আর এতে কোনো সন্দেহ নেই। ইনশাল্লাহ, কাশ্মীর স্বাধীন হবেই।

সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। ভারত সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে জম্মু-কাশ্মীরে তীব্র আন্দোলন শুরু হয়।

এ সময় কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয় এবং সবধরনের টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া গৃহবন্দী করে রাখা হয় অনেক স্বাধীনতাকামী নেতাকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুরু থেকেই কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বলে আসছেন। কয়েকদিন আগে এ ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্যও দিয়েছেন তিনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড