• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে যা বললেন মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৭:২৯
ভারত
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ছবিসূত্র : এনডিটিভি)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ তামিলনাডুতে এক বৈঠকে বসেন। এ সময় দীর্ঘ আড়াই ঘণ্টার আলোচনায় দুই নেতা বাণিজ্য, সন্ত্রাসবাদ, দুদেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বৈঠক শেষে জিনপিংয়ের ভারত সফরে উভয় দেশের সম্পর্কে ‘নতুন যুগের’ সূচনা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির

সাংবাদিকদের কাছে মোদি জানান, ‘আমরা দুদেশের মধ্যকার সম্পর্কে কীভাবে উন্নতি আনা যায় সেটা নিয়ে কথা বলেছি। আর এই আলোচনার ফল খুবই ইতিবাচক। আমি জোরের সঙ্গে বলতে পারি যে, আমার ও চীনের প্রেসিডেন্টের মধ্যকার আলোচনার ফলে দুদেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হলো।’

অপরদিকে চীনের প্রেসিডেন্ট জিনপিং ভারতীয় আতিথেয়তার প্রশংসা করে বলেন, ‘আমি এবং আমার সঙ্গীরা আপনাদের আতিথেয়তায় অভিভূত হয়েছি। এই সফর আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার (১১ অক্টোবর) ভারতে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড