• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোয় অস্ত্রধারীদের হামলায় নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৫:৫৮
মেক্সিকো
হামলার পর মেক্সিকোর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, ছবি : ডেইলি সাবাহ

মেক্সিকোর একটি পানশালায় অস্ত্রধারীদের হামলায় ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মেক্সিকোর গুয়ানাজুয়াতো স্টেটের সালমানাকা শহরের একটি বারে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বার রেমন্ড নামের একটি পানশালায় হামলা চালায় বেশ কয়েকজন অস্ত্রধারী। সেখানে প্রবেশ করেই গুলি ছুঁড়তে শুরু করে তারা। এতে ৫ জন নিহত হয়েছে।

এ দিকে হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে মেক্সিকোর আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত মার্চে একই ধরনের হামলায় ১৬ জন নিহত হন। তখন ওই হামলাটি হয়েছিল লা প্লায়া নামের একটি পানশালায়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মেক্সিকোর গুয়ানাজুয়াতো স্টেটে ১২টি পানশালায় হামলা হয়েছে। এতে সব মিলিয়ে নিহত হয়েছে ২৯ ব্যক্তি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড