• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলোচনার আগে চীনের প্রেসিডেন্টের সমালোচনায় কংগ্রেস নেতা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ২২:২৬
ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি ঝিনপিং (ছবিসূত্র : এনডিটিভি)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার (১১ অক্টোবর) আলোচনায় বসবেন। এর আগে আজ চীনের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। খবর ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র।

কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট। ওই বৈঠকের পর জিনপিং বলেন, জম্মু-কাশ্মীর পরিস্থিতির দিকে সবসময় কড়া নজর রাখছে চীন।

চীনের প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাব দেন ভারতের প্রবীণ রাজনীতিবিদ মনীশ তিওয়ারি। কংগ্রেসের এই নেতা বলেন, চীন জম্মু-কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখছে। অথচ হংকংয়ে এখন সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে তিব্বতে। কাশ্মীর নিয়ে না ভেবে চীনের প্রেসিডেন্টের উচিত এসব নিয়ে চিন্তা করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে চীনের প্রেসিডেন্টের আলোচনায় প্রাধান্য পেয়েছিল কাশ্মীর ইস্যু। কিন্তু নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের মধ্যকার শুক্রবারের বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে কোনো কথা হবে না বলে জানানো হয়েছে উভয় দেশের পক্ষ থেকে। অনেক প্রবীণ রাজনীতিবিদ এটারও সমালোচনা করেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড