• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিশ্রুতি রক্ষা না করায় মেক্সিকোতে মেয়রকে শাস্তি দিল কৃষকরা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ২১:০৫
মেক্সিকো
সিসিটিভি ফুটেজে পাওয়া ঘটনার মুহূর্ত (ছবিসূত্র : বিবিসি)

মেক্সিকোর এক মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে হিঁচড়ে ঘুরিয়েছে স্থানীয় কৃষকরা। এই মেয়য়ের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ তিনি নির্বাচনি অঙ্গীকার পূরণ করেননি।

মেয়রের নাম জর্জ লুইস এসক্যানদোন হেরন্যান্দেজ। তিনি মেক্সিকোর চিয়াপাস রাজ্যের লাস মার্গারিতাস পৌরসভার দায়িত্বে আছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল মানুষ হেরন্যান্দেজকে তার কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বের করে একটি ট্রাকের পেছনে আনার চেষ্টা করছে।

এরপর দড়ি দিয়ে তার দুই হাত বাঁধার পর দড়িটি ট্রাকটির সঙ্গে বেঁধে তাকে লাস মার্গারিতাসের সান্তা রিতা নামের রাস্তায় টেনে হিঁচড়ে বেশ কিছুক্ষণ ঘোরানো হয়।

খবর পেয়ে পৌরসভার পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে এই মেয়রকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেন। জানা গেছে, তিনি মারাত্মকভাবে আহত হননি।

কৃষকদের দাবি, তিনি একটি স্থানীয় রাস্তা মেরামতের অঙ্গীকার করেছিলেন। কিন্তু তা পূরণ করেননি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড