• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় তুরস্কের অভিযানে নিহত ১৬

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ২০:২৩
সিরিয়া
সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে তুরস্ক (ছবিসূত্র : সিএনএন)

সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। বুধবার (৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) বরাত দিয়ে আজ (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘সিএনএন’।

এই বিষয়ে এসডিএফের অফিশিয়াল পেইজ থেকে করা এক টুইট বার্তায় বলা হয়েছে, তুরস্কের এই অভিযানে ১৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তুরস্কের বোমাবর্ষণে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলেও জানানো হয়েছে এই টুইট বার্তায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিহতদের মধ্যে চার নারী ও শিশুসহ আট বেসামরিক ব্যক্তি এবং সাত কুর্দি যোদ্ধা রয়েছে। এছাড়া আহত হয়েছে ১৩ জন বেসামরিক ব্যক্তি এবং ২৮ জন কুর্দি যোদ্ধা।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চলে পশ্চিমা সমর্থিত কুর্দিদের ওপর অভিযান চালানো ও হামলার দায় স্বীকার করেছে তুরস্ক।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড