• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাকে উস্কাবেন না : ট্রাম্পকে হিলারি

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৯:১৮
যুক্তরাষ্ট্র
হিলারি ক্লিনটন (ছবিসূত্র : সিএনএন)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে হিলারি ক্লিনটনকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি যেন এখন থেকেই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। জবাবে তাকে না উস্কানোর ব্যাপারে কড়া ভাষায় ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন হিলারি।

এ বিষয়ে বুধবার (৮ অক্টোবর) ‘সিএনএন’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছেন হিলারি ক্লিনটন। তাকে উস্কাতে নিষেধ করেছেন তিনি।

গত সোমবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, আমার মনে হয় হিলারির উচিত ডেমোক্রেটিক পার্টির হয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া। এলিজাবেথ ওয়ারেনের কাছ থেকে এ সুযোগ ছিনিয়ে নেওয়া উচিত তার।

প্রেসিডেন্টের এমন টুইটের জবাবে আরেক টুইট বার্তায় হিলারি লেখেন, আমাকে নির্বাচনে নামার ব্যাপারে উস্কাবেন না। আপনি নিজেকে নিয়ে ভাবুন। আমার মনে হয়, এটাই আপনার জন্য বুদ্ধিমানের মতো কাজ হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড