• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কের সিরিয়া অভিযান : কী হবে আইএস বন্দিদের?

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৭:৩৪
তুরস্ক
একটি বন্দি শিবিরে আটক সন্দেহভাজন আইএস সদস্যদের স্ত্রী-সন্তানরা (ছবিসূত্র : বিবিসি)

সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। বুধবার থেকে কুর্দিদের লক্ষ্য করে হামলা শুরু করেছে তারা। ইতোমধ্যে সিরিয়ার ১৮১টি স্থানে হামলা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সৈন্যদের অভিযানের পর উঠে এসেছে একটি প্রশ্ন। আর তা হলো উত্তর-পূর্ব সিরিয়ার বন্দি শিবিরগুলোতে আটক সন্দেহভাজন আইএস সদস্যদের সামনে কী পরিণতি অপেক্ষা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র তথ্য অনুয়ায়ী, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সাতটি কারাগারে আটক রয়েছে ১২ হাজার সন্দেভাজন আইএস সদস্য। এদের মধ্যে আবার বিদেশি নাগরিক আছে প্রায় ৪ হাজারেরও অধিক।

এ ছাড়া ‘রোস’ এবং ‘আইন’ নামক এলাকায় আরও দুটি বন্দি শিবির রয়েছে। এই বন্দি শিবিরগুলোতে থাকেন সন্দেহভাজন আইএস সদস্যদের স্ত্রী-সন্তানরা।

সবগুলো বন্দি শিবিরের অবস্থান আবার তুরস্কের সীমান্তের একেবারে কাছে। তাই বিশ্বের নামকরা কূটনৈতিকরা তুরস্কের সিরিয়া অভিযানে এসব বন্দি শিবিরে অবস্থানকারী সন্দেহভাজন আইএস সদস্যদের কী পরিণতি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ দিকে তুরস্ককেই এসব বন্দি শিবিরের দায় নিতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড