• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার তুরস্কে আঘাত হেনেছে কুর্দিদের ক্ষেপণাস্ত্র

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৬:১৩
তুরস্ক-সিরিয়া
এখানেই আঘাত হানে কুর্দিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র, ছবি : আনাদুলো এজেন্সি

সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। বুধবার থেকে কুর্দিদের লক্ষ্য করে হামলা শুরু করেছে তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন পিস স্প্রিং’।

ইতোমধ্যে সিরিয়ায় ১৮১টি স্থানে হামলা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। তবে এরই মধ্যে তুরস্কও হামলার শিকার হয়েছে। কুর্দিদের ছোঁড়া এক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের সীমান্ত অঞ্চলের কয়েকটি ভবন।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া থেকে তুরস্কের যুদ্ধবিমান লক্ষ্য করে একটি বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে কুর্দিরা। কিন্তু সেটি আঘাত হানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৩টি ভবনে। এতে অন্তত ২ শিশু আহত হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই দুই শিশু তাদের ঘরের বাইরে খেলছিল। হামলায় আহত হওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। যদিও তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, সামরিক অভিযানে সিরিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে কুর্দিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তুর্কি যুদ্ধবিমান। অভিযান সম্পর্কে তুরস্ক বলছে, কুর্দিরা সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তাদের না সরালে সিরিয়া ভূখণ্ড হুমকির মুখে পড়বে। এমনকি কুর্দিদের নিজেদের জন্যও হুমকি মনে করে তুরস্ক।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড