• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ১

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১২:৫৯
ভারত-পাকিস্তান
কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ছবি : জিও নিউজ

কাশ্মীর সীমান্তে আবারও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুটির সৈন্যদের মধ্যে গোলাগুলিতে পাকিস্তানি এক সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই পাকিস্তানি বেসামরিক ব্যক্তি।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীর সীমান্তের বারোহ এবং চিরিকুট সেক্টরে কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা। এতে এক পাকিস্তানি সেনা নিহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, নিহত সেনা সদস্যের নাম নাইমত আলী। এছাড়া ভারতীয় সেনাদের গুলিতে সেরিয়ান গ্রামের দুই নারী আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো উস্কানি ছাড়াই প্রথমে ভারতের সেনারা গুলি ছুঁড়তে শুরু করে। এরপর পাকিস্তানি সেনারা পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে উভয় পক্ষেরই ক্যাম্প কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উস্কানি ছাড়াই যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করে পাকিস্তান। এরপর ৪৮ ঘণ্টা যেতে না যেতেই আবারও এমন ঘটনা ঘটল। এর আগে, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় সেনাদের গুলিতে আজাদ কাশ্মীরের এক নারী নিহত হন এবং আহত হন আরও দুজন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড