• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাহুলকে ‘অকৃতজ্ঞ’ বললেন অমিত শাহ

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১০:০৯
অমিত শাহ ও রাহুল গান্ধী
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ এবং বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। (ছবি : সম্পাদিত)

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এবার অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার (৯ অক্টোবর) বিকালে হরিয়ানা রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। খবর ‘কলকাতা টাইমস’।

প্রতিবেদনে বলা হয়, এবার যদিও সরাসরি রাহুল গান্ধীর নামে পাশে অকৃতজ্ঞ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহার করেননি বিজেপি সভাপতি। অনেকটা ঘুরিয়েই নিজ দলের নেতা অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ টেনে রাহুলকে আক্রমণের সুরে এমন কটাক্ষ করেছেন তিনি।

এ দিকে জনসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘আমরা সবাই যে যেই দল করি না কেন; আমাদের সবার আগে ভারতের স্বার্থের কথা মনে রাখতে হবে। দেশ ও জনগণের স্বার্থে আমাদের সর্বদা এক থাকা উচিত এবং সবাইকে নিজ নিজ দলের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে।’

অপর দিকে একইদিন রাহুল গান্ধীর প্রশংসা পঞ্চমুখ হতে দেখা গেছে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও। বহরমপুরের সংসদ সদস্যের মতে, ‘সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করায় রাহুল গান্ধী গোটা উপমহাদেশে অনন্য এক নজির স্থাপন করেছেন।’

আরও পড়ুন :- ভারত এখন কট্টর হিন্দুত্বের দখলে, মোদীকে অমর্ত্য সেন

তার ভাষায়, ‘আপনারা কখনো কি কোনো নেতাকে দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করতে দেখেছেন? সবাই একই সঙ্গে উত্তর দেবে যে না। যদিও রাহুল গান্ধী আমাদের তা-ই করে দেখিয়েছেন। যে কারণে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আমাদের নেতা রাহুল গান্ধী এক বিরলতম ব্যক্তিত্ব।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড