• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ২১:৫৫
যুক্তরাষ্ট্র
দাবানল (ছবি : প্রতীকী)

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রায় ৮ লাখ ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দাবানল ঠেকাতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ বুধবার (৯ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে। সূত্রের বরাত দিয়ে আগামী এক সপ্তাহ এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে বুধবার (৯ অক্টোবর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উত্তর ক্যালিফোর্নিয়ায় এক সপ্তাহের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। সম্ভাব্য দাবানল ঠেকানোর কথা ভেবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বৈদ্যুতিক তারের সংঘর্ষে তৈরি স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে এ সাবধানতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি। চলতি মৌসুমে এই এলাকায় অতি শুষ্ক জলবায়ুর কারণে খুব সহজেই দাবানল সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড