• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনগণকে কড়া হুঁশিয়ারি মিশরের প্রধানমন্ত্রীর

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৯:৫০
মিশর
মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা কামাল মাদবুলি (ছবিসূত্র : এএফপি)

মিশরে কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না বলে জনগণকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা কামাল মাদবুলি। খবর ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ‘এএফপি’র।

স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তৃতায় মোস্তফা কামাল মাদবুলি ঘোষণা করেন, তার সময়ে বিক্ষোভকারীরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ছড়ানোর সুযোগ পাবে না। অত্যন্ত কঠোরতার সঙ্গে সকল ধরনের বিক্ষোভ মোকাবিলা করা হবে।

গত মাসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে ছোট পরিসরে বিক্ষোভ হয়েছিল। সে ঘটনার জের ধরেই জনগণকে এমন কড়া হুঁশিয়ারি বার্তা শোনালেন মাদবুলি।

পার্লামেন্টে দেয়া এই ভাষণে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি গত মাসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে হওয়া বিক্ষোভের কড়া নিন্দা জানান। মিশরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে এ বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন তিনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড