• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে তিন দেশের বৈঠক 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৬:৪৩
উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (ছবিসূত্র : এপি)

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (৮ অক্টোবর) ওয়াশিংটনে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। খবর দ্য জাপানটাইমসের

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি স্টিফেন বিয়েগুন। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন তারা।

গত শনিবার পরমানু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। কিন্তু কোনো চুক্তিতে পৌঁছার আগেই উত্তর কোরিয়ার প্রতিনিধিরা সেই আলোচনা বন্ধ করে দেন।

আলোচনা বন্ধ করে দেওয়া বিষয়ে উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন এবং সৃজনশীল সমাধান আশা করেছিল তারা। কিন্তু এমন কোনো প্রস্তাব তারা পায়নি।

অপরদিকে আলোচনা ভালো হয়েছে বলে দাবি জানায় যুক্তরাষ্ট্র।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড