• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি আরবে আরও দুই পাকিস্তানির শিরশ্ছেদ

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
পাকিস্তান-সৌদি আরব
শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর, ছবি : ইরনা

শিরশ্ছেদের মাধ্যমে আরও দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার এই দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে তাদের নাগরিকদের ছেড়ে দিতে বলা হলেও সৌদি সরকার তা শোনেনি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানভিত্তিক গণমাধ্যম ইরনা জানিয়েছে, পাকিস্তানের অনুরোধ উপেক্ষা করেই দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি। তবে ঠিক কী কারণে এটা করা হলো তা জানানো হয়নি।

এর আগে গত এপ্রিলে পাকিস্তানি স্বামী-স্ত্রীর শিরশ্ছেদ করে সৌদি কর্তৃপক্ষ। তখন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, দুই পাকিস্তানির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা সৌদিতে হেরোইন চোরাচালান করছিলেন বলে প্রমাণ পাওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের হিসাব বলছে, সৌদি আরব চলতি বছরের এখন পর্যন্ত ১৩৪ জনের শিরশ্ছেদ করেছে। এর মধ্যে ২১ জন পাকিস্তানি, ১৫ জন ইয়েমেনি, ৫ জন সিরিয়ার, ৪ জন মিশরের, ২ জন জর্ডানের, ২ জন নাইজেরিয়ার এবং ১ জন সোমালিয়ার। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড