• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইহুদির মুখে ফিলিস্তিনি পতাকা যুক্ত করায় বহিষ্কার শিক্ষার্থী

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৩:৩৯
যুক্তরাজ্য
ইহুদি ব্যক্তির মুখে ফিলিস্তিনি পতাকা যুক্ত করেন পাশে থাকা শিক্ষার্থী, ছবি : মিডেল-ইস্ট মনিটর

এক ইহুদি ব্যক্তির মুখে ফিলিস্তিনি পতাকার ছবি যুক্ত করায় যুক্তরাজ্যের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থী দেশটির নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, এক ইহুদি ব্যক্তি ট্রেনে ঘুমাচ্ছিলেন। এ সময় ওই শিক্ষার্থী তার সঙ্গে সেলফি তোলেন। পরবর্তীকালে তার মুখে ফিলিস্তিনের পতাকা যুক্ত করে সেটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেন। আর এতেই বহিষ্কার হন তিনি।

জানা গেছে, জোনাথন নামের ওই শিক্ষার্থী দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত। তিনি ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারে ইহুদি ব্যক্তির মুখে ফিলিস্তিনি পতাকা সংযুক্ত করে প্রোফাইল পিকচার দেন তিনি।

তার এই ছবির স্ক্রিনশট নেয় ক্যামব্রিজ ইউনিভার্সিটির থিওলজিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী। পরবর্তী সময়ে তিনি সেসব স্ক্রিনশট টুইটারে পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়টি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়, যা ট্রেন্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নজরে আসে।

শেষ পর্যন্ত একটি তদন্ত কমিটি গঠন করে ট্রেন্ট ইউনিভার্সিটি। এতে জোনাথনকে দোষী সাব্যস্ত করা হয়। ফলে বহিষ্কার হন তিনি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড