• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত এখন কট্টর হিন্দুত্বের দখলে, মোদীকে অমর্ত্য সেন

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১০:০০
অমর্ত্য সেন ও নরেন্দ্র মোদী
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি : সম্পাদিত)

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, আসামের এনআরসিসহ গোটা ভারতের বর্তমান পরিস্থিতির জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মঙ্গলবার (৮ অক্টোবর) মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বহু ধর্ম ও অসংখ্য জাতির দেশ ভারতকে বোঝার মতো ক্ষমতা এখনো মোদীর হয়নি।’

অনেকটা আক্ষেপের সুরে অমর্ত্য সেন বলেন, ‘ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে। এখন দেশটিকে কেবল তাদের দখলেই আরও অনেকটা সময় থাকতে হবে। আমরা জন স্টুয়ার্ড মিলের কাছ থেকে এরই মধ্যে বড় একটি বিষয় জেনেছি। তা হল, দেশে গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যেভাবেই গোনা হোক না কেন, আলোচনাকে ভয়ের বস্তু বানিয়ে ফেললে তুমি কখনোই গণতন্ত্র পাবে না।’

অর্থনীতিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্ব বলছিলেন, ‘বর্তমান লোকজন এক রকম আতঙ্কের মধ্যে রয়েছেন। যা আগে কখনই আমরা দেখিনি। আমার সঙ্গে টেলিফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকেই বলছেন- থাক ভাই, দেখা হলে বলব। আমি নিশ্চিত উপর থেকে আমাদের কথা শুনা হচ্ছে।’

অমর্ত্য সেন আরও বলেন, ‘এটা কখনোই গণতন্ত্রের পথ নয়। দেশের সংখ্যাগরিষ্ঠ লোকজন ঠিক কী চায়, সেটা বোঝারও পথ এটা না। প্রধানমন্ত্রী মোদী একজন সপ্রতিভ এবং সফল রাজনীতিবিদ। যদিও আশৈশব থেকেই তিনি কেবল আরএসএসের প্রোপাগান্ডায় বিশ্বাসী। যে কারণে দেশের এখন এমন অবস্থা।’

আরও পড়ুন :- ফের পর্যটকদের জন্য খোলা হচ্ছে কাশ্মীরের দরজা

নরেন্দ্র মোদীর সর্ব বৃহৎ সাফল্য সম্পর্কে বলতে গিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘গুজরাটে গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করাই এখন পর্যন্ত মোদীর সবচেয়ে বড় সাফল্য। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, ২০০২ সালে যে ঘটনায় হাজারেরও অধিক লোক নিহত হয়েছিলেন, মূলত এর পেছনে নরেন্দ্র মোদীর বড় একটা ভূমিকা ছিল- যদিও ভারতে অনেক লোক এখনো তা বিশ্বাসই করেন না।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড