• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ, বহু শিক্ষার্থী হতাহত

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ০৯:২৩
বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ
বিস্ফোরণে হতাহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। (ছবিসূত্র : দ্য ফ্রি প্রেস জার্নাল)

আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গজনি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়টির শ্রেণিকক্ষে ঘটা বিস্ফোরণে অন্তত ২৩ শিক্ষার্থী গুরুতরভাবে জখম হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের। যাদের মধ্যে ১৮ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম ‘টোলো নিউজে’র বরাতে ‘ইয়ন নিউজ’ জানায়, মঙ্গলবার গজনির প্রাদেশিক বিশ্ববিদ্যালয়টিতে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করেই মূলত হামলাটি চালানো হয়। তবে বিভিন্ন সূত্র এতে বেশ কিছু শিক্ষার্থী নিহতের কথা জানালেও কর্তৃপক্ষ এখনো শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ দিকে গজনির প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র বাজ মোহাম্মেদ হামেদ ভয়াবহ এ হামলায় এখনো কোন মৃতের ঘটনা না ঘটলেও বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান। তাছাড়া সকল হতাহতকে এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও দাবি তার। যদিও এতে অনেক শিক্ষার্থীর অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন :- ইতিহাস গড়ে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অপর দিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি পাঠানো না হলেও; এতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান জঙ্গিদেরই দায়ী করছে কর্তৃপক্ষ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড