• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনসন-মরকেলের বৈঠকের পর ব্রেক্সিট অসম্ভব

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২২:৫৩
ব্রেক্সিট
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ছবি : বিবিসি

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকের পর ব্রেক্সিট চুক্তি ‘কার্যত অসম্ভব’ হয়ে পড়েছে। এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যে প্রস্তাব দেয়া হয়েছে সে বিষয়ে অ্যাঞ্জেলা মরকেলের সঙ্গে আলোচনা করেছেন বরিস জনসন। কিন্তু আলোচনা শেষে মরকেল জানিয়েছেন, এগুলোর ওপর ভিত্তি করে চুক্তি অসম্ভব।

মরকেলের মুখপাত্র জানিয়েছেন, তার কার্যালয় গোপন এই কথোপকথন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করবে না। তবে অন্য একটি জার্মান সূত্র জানিয়েছে, এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না জার্মানি।

এদিকে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সিমন কভেনি বলেন, চুক্তি এখনও সম্ভব ছিল। কিন্তু যুক্তরাজ্যকে সেটা গ্রহণ করতে হবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড