• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতিহাস গড়ে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৩:০২
মার্কিন সেনা
ময়দানে মহড়ারত মার্কিন সেনা সদস্য। (ছবিসূত্র : দ্য নিউজ পাঞ্চ)

ইউরোপে অনুষ্ঠেয় মার্কিন প্রশাসনের একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২০ হাজার সেনা সদস্যকে ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৭ অক্টোবর) মার্কিন সেনা কমান্ড এক বিবৃতিতে প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। খবর স্পুটনিকের

বিবৃতিতে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব সেনা সদস্যরা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক এক বিশাল সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে।

এ দিকে বিশ্লেষকদের মতে, গত ২৫ বছরের মধ্যে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত সংখ্যক সেনা আর কখনোই পাঠায়নি যুক্তরাষ্ট্র। যা মার্কিন প্রশাসনের অনন্য এক দৃষ্টান্ত।

অপর দিকে মার্কিন সামরিকবাহিনীর ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় এই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো থেকে আরও প্রায় ৩৭ হাজার সামরিক সদস্য অংশগ্রহণ করবে।

আরও পড়ুন :- তুর্কি অর্থনীতিকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এবার ইউরোপে আয়োজিত এই মহড়াকে যৌথভাবে জার্মানি ও পোল্যান্ড আয়োজন করবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড