• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইমরানের পতন পর্যন্ত যুদ্ধ ঘোষণা পাক ধর্মীয় নেতার

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর ২০১৯, ১৬:০২
ইমরান খান
পাক প্রধানমন্ত্রী ইমরান খান। (ছবিসূত্র : দ্য খালিজ টাইমস)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকারের পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অন্যতম ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ফজলের (জেইউআই-এফ) প্রধান ফজলুর রহমান। আসন্ন আজাদি মার্চকে তিনি যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, ‘দেশে যখন সরকার পতন হবে তখন এটি শেষ হবে।

শনিবার (৫ অক্টোবর) সকালে পেসওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গোটা পাকিস্তানই আমাদের যুদ্ধক্ষেত্র। এখানে পরাজয়ের কোনো মানে নেই। ইমরানকে হঠানোই আমাদের এক মাত্র লক্ষ্য।’

দেশবাসীর উদ্দেশে জমিয়তের প্রধান ঘোষণা দেন, আগামী ২৭ অক্টোবর সরকারের বিরুদ্ধে ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ করা হবে। সেখানে দলের পরিকল্পনা রয়েছে একটি বিশাল সভার আয়োজন করার। ফজলুর রহমান আরও বলেন, ‘আমাদের কৌশল কখনোই স্থির থাকবে না। আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে পরিবর্তন আনতে পারি।’

জোর দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের এ পদযাত্রায় যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার লোকজন এরই মধ্যে বন্যার মতো আসতে শুরু করেছে। যাতে দেশের ক্ষমতায় বসে থাকা ভুয়া শাসকরা খড়ের মতো ডুবে যাবে।’

পাকিস্তানের অন্যান্য বিরোধী দলগুলো আপনাকে সহযোগিতা করেছে কি-না জানতে চাইলে দেশটির এই ধর্মীয় নেতা বলেছেন, ‘আশা করছি আমাদের লংমার্চে তাদের সবাইকেই দেখবেন। কেননা শুরু থেকে সব দলই আমাদের সঙ্গে অভিযোগ করেছে। সাধারণ নির্বাচন সম্পূর্ণই জালিয়াতির মাধ্যমে হয়েছে; তাই এখানে পুনরায় নির্বাচন দেওয়া প্রয়োজন। তাই এখন আমাদের একই পাতায় এবং একই মঞ্চে থাকা উচিত।’

ফজলুর রহমান

পাকিস্তানের অন্যতম ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল (জেইউআই-এফ) প্রধান ফজলুর রহমান। (ছবিসূত্র : দ্য ডন)

এর আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারকে উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে দেশব্যাপী 'আজাদি মার্চ' শুরু করার ঘোষণা দেন।

মূলত এর পরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছিলেন, ‘পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নির্দেশে উলামায়ে ইসলাম ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান আমাদের বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাইছে। যা জনগণ কোনোদিনই মেনে নেবে না।’

দেশটির জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য ডনে’র প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী ইমরান খান খুব ভালোভাবেই জানেন- পিপিপি এবং পিএমএল-এন এমন ভান করছে যে তারা ইসলামাবাদ অচলাবস্থায় অংশগ্রহণ করছে না। যদিও উভয় দলই বর্তমানে মাওলানা ফজলকে সমর্থন জানিয়েছে। এমনকি তারা তাকে চলমান সরকার বিরোধী কর্মসূচির জন্য বিপুল পরিমাণ অর্থ সাহায্যও করছে।

পাক প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাওলানা ফজল মাদ্রাসার নিষ্পাপ শিশুদের সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছেন। তবে আমার বিশ্বাস অভিভাবকরা বিষয়টি কখনোই মেনে নেবেন না।’

আরও পড়ুন :- মোদীকে আশ্বাস দিয়ে ইমরানের সামনে ভোল পাল্টালেন ট্রাম্প

ইমরান খান বলেন, ‘আন্দোলনকারীদের বোঝা উচিত জাতিসংঘের সদ্য সমাপ্ত সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানেরই জয় হয়েছে। তাই তারা ধর্মকে পুঁজি করে সরকারের কোনো ক্ষতিই করতে পারবেন না।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড