• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পশ্চিমবঙ্গে এনআরসি না করতে অমিত শাহকে হুঁশিয়ারি মমতার

  আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর ২০১৯, ০৮:৫৫
মমতা বন্দ্যোপাধ্যায়
দক্ষিণ কলকাতার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবিসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় রাষ্ট্রহীন করা হয়েছে ১৯ লাখের বেশি বাঙালিকে। যদিও এবার আসামের পর পশ্চিমবঙ্গে এমন বিভক্তির রাজনীতি কখনোই আসবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে মমতা বলেন, ‘আমরা রাজ্যে সবাইকে স্বাগত জানাই আর প্রত্যেকে এখানে বেশ আতিথেয়তাও পায়। তবে এখানে কোনো বিভক্তির রাজনীতি আনার চেষ্টা করবেন না...পশ্চিমবঙ্গে এটা কাজে আসবে না।’

এ দিন আচমকা পশ্চিমবঙ্গ সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ। যেখানে তিনি আসামের পর খুব শিগগিরই পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।

এ দিকে কলকাতায় আয়োজিত এক জনসভায় অমিত শাহ অভিযোগ করে বলেছেন, ‘নিজের ভোট ব্যাংক সুরক্ষিত করতে এনআরসি নিয়ে ভীতি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টান ধর্মাবলম্বী প্রত্যেককে নাগরিকত্ব দেওয়ার জন্য বিল পাস করাতে চলেছে সরকার। তবে এদের ছাড়া বাকি একজন অনুপ্রবেশকারীকেও ভারতে থাকতে দেওয়া হবে না।’

মমতাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘মমতাজি বলেছেন এনআরসি হলে নাকি লাখ লাখ হিন্দু শরণার্থীকে বাংলা ছেড়ে যেতে হবে। এর চেয়ে বড় কোনো মিথ্যা আর কখনোই হয় না। আমি এখানে সকল হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করে বলছি, যারা নির্যাতিত হয়ে এই দেশে এসেছেন, আপনাদের কাউকে ভারত ছাড়তে হবে না।’

অমিত শাহ

কলকাতার জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ। (ছবিসূত্র : দ্য ইন্ডিয়া টুডে)

এনআরসি ইস্যুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘এনআরসির আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনছে ভারত সরকার। এর মাধ্যমে দেশে যত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসেছেন তাদের সবাইকে চিরকালের জন্য নাগরিকত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে তাড়ানো হবে সকল অনুপ্রবেশকারীদের।’

অপর দিকে একই দিন দক্ষিণ কলকাতায় একটি পূজা উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘দয়া করে রাজ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতি ছড়াবেন না। মানুষের মাঝে কোনো ফাটল সৃষ্টি করবেন না। পশ্চিমবঙ্গ বহুকাল যাবত ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষদের শ্রদ্ধা জানানোর জন্য সুপরিচিত। যা আপনাদের এসব প্রচেষ্টায় কখনোই নষ্ট হবে না।’

এর আগে গত মাসে রাজধানী নয়া দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তারা নাগরিক তালিকার বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করেন। বৈঠকে আসামের নাগরিক তালিকা থেকে ১৯ লাখ বাঙালির বাদ পড়ায় বিষয়টি নিয়ে চরম উদ্বেগ জানিয়েছিলেন মমতা।

আরও পড়ুন :- উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশিদের ধরে ধরে দেশে পাঠানোর নির্দেশ

অমিত শাহকে উদ্দেশ করে মমতা বলেছিলেন, ‘আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে অনেক প্রকৃত ভারতীয়ই এই তালিকা থেকে বাদ পড়েছে। ফলে এটি পশ্চিমবঙ্গে করার কোনো দরকার নেই।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড