• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৈন্য আটক ইস্যুতে হুথিদের দাবি অস্বীকার করল সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর ২০১৯, ০৮:৫৭
বিধ্বস্ত সৌদির সামরিক ট্যাংক
হুথিদের হামলায় বিধ্বস্ত সৌদির সামরিক ট্যাংক। (ছবিসূত্র : দ্য সান)

বেশ কয়েকদিনের রুদ্ধশ্বাস অভিযানে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত সৌদি আরবের বিপুল সংখ্যক সেনা আটক করেছে প্রতিবেশী ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। যদিও বাহিনীর সেই দাবিকে এরই মধ্যে অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

একই সঙ্গে হুথি বিদ্রোহীদের এই দাবিকে সম্পূর্ণ হাস্যকর বলে অভিহিত করে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, ‘এটা কেবল বিভ্রান্তিকর মিডিয়া প্রচারণার একটি অংশ। যার কোনো সত্যতা নেই।’

এ দিকে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) হুথিদের পক্ষ থেকে বাহিনীর মুখপাত্র কর্নেল ইয়াহিয়া সারেয়া বলেছেন, ‘চলমান অভিযানগুলোতে সৌদির নাজরান শহরের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুথিদের কাছে আত্মসমর্পণ করেছে। এতে হাজার হাজার সৌদি সেনাকে আটক করা হয়। তাছাড়া অনেক সেনা এরই মধ্যে প্রাণ হারিয়েছে।’

হুথি মুখপাত্র আরও বলেন, ‘সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অভিযান। এতে সৌদি বাহিনীর ব্যাপক প্রাণহানি ঘটেছে। তাছাড়া সেনাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।’

অপর দিকে হুথি বিদ্রোহীদের এই দাবি প্রসঙ্গে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনে লড়াইরত সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছিলেন, ‘গত আগস্ট মাসের শেষ দিকে সৌদি সীমান্তবর্তী সাদা প্রদেশের কিতাফ জেলায় হুথিদের আক্রমণকে এরই মধ্যে প্রতিহত করা হয়েছে। তাছাড়া গত সপ্তাহে বিদ্রোহী এই বাহিনীটির প্রায় দেড় হাজারের অধিক সেনা সদস্যের মৃত্যু হয়।’

এর আগে ২০১৪ সালে ব্যাপক সংঘর্ষের মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে অপসারণ করেছিল হুথি বিদ্রোহীরা। মূলত এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি। পরবর্তীতে তাকে ক্ষমতায় পুনর্বহালের জন্য ২০১৫ সালের জুন মাসে গোটা ইয়েমেন জুড়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

আরও পড়ুন :- প্রকাশিত হলো সৌদি সেনাবহরে হুথিদের রুদ্ধশ্বাস হামলার ভিডিও

বিশ্লেষকদের মতে, এবার এসবের প্রেক্ষিতেই সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তারা ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অন্তত তিন শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলাগুলো অব্যাহত রাখবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড