• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব বাজারে তেলের দাম বাড়ানোর হুমকি দিলেন সালমান

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৫
যুবরাজ সালমান
সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। (ছবিসূত্র : দ্য হিন্দু)

ইরানের চলমান কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব নেতারা যদি সোচ্চার না হন তাহলে অকল্পনীয় মাত্রায় বৃদ্ধি পাবে তেলের দাম- অনেকটা হুমকির সুরেই এ কথা বলেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সোমবার (৩০ সেপ্টেম্বর) ‘সিবিএস নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব ও ইরানের যুদ্ধ বাঁধলে গোটা বিশ্বের অর্থনীতি বেশ ক্ষতির মুখে পড়বে বলেও জানিয়েছেন যুবরাজ সালমান। এমনকি খুব শিগগিরই এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংসও করে দিতে পারে বলেও আশঙ্কা তার।

এ সময় প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পেছনে নিজের জড়িত থাকার কথাও পুনরায় স্বীকার করেছেন বিন সালমান। যদিও সৌদি যুবরাজের দাবি, তার সরাসরি নির্দেশে হত্যাকাণ্ডটি ঘটেনি।

আরও পড়ুন :- প্রকাশিত হলো সৌদি সেনাবহরে হুথিদের রুদ্ধশ্বাস হামলার ভিডিও

গত বছরের তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সৌদি দূতাবাসে হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। সংশ্লিষ্ট অনেকের ধারণা, খাশোগিকে হত্যার পেছনে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে। এমনকি তার নির্দেশেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড