• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য, দাবি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : রয়টার্স)

বিশ্বব্যাপী চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার নিজেকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'আমি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার যোগ্য।'

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'আমি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য হলেও এখন আর তা পাওয়ার আশা করি না।' খবর 'ওয়াশিংটন পোস্টে'র।

ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, 'কর্তৃপক্ষ যদি সুষ্ঠুভাবে দেয় তাহলে আমি মনে করি; অনেক কিছুর জন্যই আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যদিও কখনোই তারা সুষ্ঠু প্রক্রিয়ায় নোবেল পুরস্কার দেয় না।'

এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কারে ভূষিত হওয়া নিয়েও ব্যাপক হতাশা প্রকাশ করেন। তাছাড়া ২০০৯ সালে ওবামা শান্তিতে নোবেল পুরস্কার লাভের পর পরই দেশটির কনজারভেটিভ দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল। যদিও এর রেশ এখনো রয়ে গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তখন তিনি ঠিক কী কারণে পুরস্কারটি পেয়েছিলেন তা নিয়েও তার কোনো ধারণাই ছিল না।'

তিনি যোগ করেন, 'আপনারা জানেন, এই একটি বিষয়ে আমি তার সঙ্গে সম্পূর্ণই একমত।'

অপর দিকে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় তাকে শান্তিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয়। তখন নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক কূটনীতিকে শক্তিশালী পর্যায়ে নেওয়ার জন্য ওবামা এক অসামান্য প্রচেষ্টা চালিয়েছেন। তাছাড়া মানুষের মধ্যে সহযোগিতা প্রদানের চেষ্টা এবং একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করায় ওবামাকে পুরস্কারটিতে ভূষিত করা হয়।'

পরবর্তীতে নোবেল পুরস্কার গ্রহণের সময় দেওয়া ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা পুরস্কারটি পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেছিলেন, 'অসংখ্য ধন্যবাদ নোবেল কমিটিকে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই পুরস্কারটি পাওয়া অত্যন্ত অস্বাভাবিক; এতে আমি সম্পূর্ণ বিস্মিত। চেষ্টা করব বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আরও কাজ চালিয়ে যেতে।'

ধন্যবাদ প্রকাশ করে ওবামা আরও বলেন, 'ইতিহাসের মহৎ ব্যক্তিদের মধ্যে যারা পুরস্কারটিতে ভূষিত হয়েছিলেন- শোয়েটজার ও কিং, মার্শাল এবং ম্যান্ডেলা- তাদের তুলনায় আমার এই অর্জন ভীষণই সামান্য।'

আরও পড়ুন :- মোদীকে আশ্বাস দিয়ে ইমরানের সামনে ভোল পাল্টালেন ট্রাম্প

তিনি আরও বলেছিলেন, 'ইতিহাস থেকে দেখা যায় কেবল নির্দিষ্ট কোনো অর্জনের জন্যই শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়নি। বরং কোনো উদ্দেশ্যকে গতি প্রদানের জন্য এটি ব্যবহার করা হয়েছে। যে কারণে আমি এই পুরস্কারটি সাদরে গ্রহণ করেছি। কেননা আমি চাই, একুশ শতকের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সকল দেশ একত্রিত হয়ে কাজ করুক।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড