• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপির প্রবীণ নেতা

  আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৩
বিজেপি
স্বামী চিন্মায়ানন্দ ; (ছবি : সংগৃহীত)

ধর্ষণের অভিযোগে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপ্রদেশে আইন কলেজের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম 'হিন্দুস্থান টাইমস'-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউপি পুলিশের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, স্বামী চিন্মায়ানন্দকে সকাল ৯টার দিকে গ্রেপ্তার করা হয় এবং জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে শুনানির তিন দিন আগে এই গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়। তবে ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থী এবং তার পরিবার অভিযোগ করেছে যে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে নরম আচরণ করছে।

পাঁচ দিন আগে ওই নির্যাতিতা আদালতের সামনে গিয়ে তার বক্তব্য দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন যে কলেজে ভর্তি হওয়ার পর এক বছর ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন চিন্ময়ানন্দ এমনকি ব্ল্যাকমেইলও করা হয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড