• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপনে ১৫০ জন বন্দি বিনিময় করেছে আল-কায়দা ও হুথি বিদ্রোহীরা

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১০
হুথি
হুথি বিদ্রোহীরা ; (ছবি : সংগৃহীত)

হুথি বিদ্রোহী ও আল কায়দার ইয়েমেন গোষ্ঠী (একিউএপি) এক চুক্তিতে ১১৫ জন বন্দি বিনিময় করেছে। এই সপ্তাহের শুরুতে এই বন্দি বিনিময় হয়েছে বলে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম 'দ্য ন্যাশনাল'-এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের একজন মন্ত্রী জানিয়েছেন, গত রবিবার আলবায়দা প্রদেশে এই বন্দি বিনিময় হয়েছে।

মানবাধিকার মন্ত্রণালয়ের সরকারী বন্দি বিনিময় কমিটির সদস্য মাজেদ ফাদেল বলেছেন, হুথিরা ৫০ জন আল কায়েদা জঙ্গিকে মুক্তি দিয়েছে, অন্যদিকে আল কায়দা ৬৫ জন হুথি বিদ্রোহীদের মুক্তি দিয়েছে।

মিঃ ফাদেল আরও বলেন, দুই পক্ষের মধ্যে এটিই প্রথম কয়েদিদের অদলবদল চুক্তি নয়। হুথিরা এর আগে চারবার আল কায়দার সাথে বন্দীদের বিনিময় করেছে। তবে পূর্ববর্তী সমস্ত চুক্তি খুব গোপনে হয়েছিল।

ইয়েমেনি সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দ্য ন্যাশনালকে জানিয়েছেন, তারা গোয়েন্দা তথ্য পেয়েছিল যে আল কায়েদার দ্বারা আটক হওয়া হুথি যোদ্ধারা আল বায়দা প্রদেশে বন্দী হয়েছিল। সানার কেন্দ্রীয় কারাগারে আল-কায়েদার জঙ্গিদের হুথিরা আটক করেছিল। সানায় আটককৃতদের মধ্যে কয়েকজন সন্ত্রাসী গোষ্ঠীর উচ্চ পদস্থ সদস্য রয়েছেন।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড