• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জার্মানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
জার্মান ট্যাংক (ছবি : ডয়চে ভেলে)

সৌদি আরবে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জার্মান সরকার। নতুন এই মেয়াদ অনুযায়ী, ২০২০ সালের মার্চ পর্যন্ত সৌদি আরবের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না তারা।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র সৌদিতে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। এর আগে গত অক্টোবরে সৌদি আরবে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপের দেশটি।

মূলত দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর সৌদিতে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি যার মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের ৩০ তারিখ। তবে এর মধ্যেই জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মরকেলের দলীয় একজন নিষেধাজ্ঞার ব্যাপারে তার কাছে জানতে চান।

জবাবে মরকেল জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো কারণ দেখছি না। তখনই তিনি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন যা শেষ পর্যন্ত ২০২০ সালের মার্চ পর্যন্ত বেড়েছে।

নিষেধাজ্ঞা বাড়ানোর ক্ষেত্রে ইয়েমেনের মানবিক বিপর্যয়ের দিকটিও বিবেচনায় নেয়া হয়েছে। কারণ, সৌদি আরবের নেতৃত্বেই একের পর এক ইয়েমেনে হামলা হচ্ছে। যে কারণে বাড়িঘর ছেড়েছে লাখ লাখ মানুষ এবং মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে আছে তারা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড