• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরব আমিরাত

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫২
পারস্য
(ছবি : সংগৃহীত)

পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে তেলবাহী বাণিজ্যিক জাহাজের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে 'আরামকো' তেলক্ষেত্রে হামলার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সমুদ্র জোটে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে বলে তুরস্কের সংবাদ সংস্থা 'আনাদলু এজেন্সি' এই তথ্য প্রকাশ করেছে।

জোটটি হরমুজ স্ট্রেইট, বাব আল-মান্দাব, ওমান সাগর এবং আরব উপসাগর উপকূলের জাহাজগুলোকে নিরাপদ নৌ-পরিবহন সরবরাহ করবে।

বার্তা সংস্থা ডব্লিউএএম আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, জোটের সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রবেশের বিষয়টি সামুদ্রিক নেভিগেশন এবং বৈশ্বিক বাণিজ্যের হুমকি প্রতিরোধের আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সমর্থনে করা হয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে জ্বালানি সরবরাহের প্রবাহকে সুরক্ষিত করতে এবং আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য অবদান রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস জেনারেল, জোসেফ ডানফোর্ড হরমুজের কৌশলগত স্ট্রাইটে দুটি তেলবাহী ট্যাঙ্কারের হামলার পরে প্রথম সমুদ্র জোট স্থাপনের ধারণাটি নিয়ে আলোচনা হয়েছিল।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড