• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাষা ইস্যুতে এবার সুর পাল্টালেন অমিত শাহ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪
অমিত শাহ
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। (ছবিসূত্র : সিএনএন নিউজ-১৮)

হিন্দিকে ভারতের সার্বজনীন ভাষায় রূপান্তরের দাবি জানিয়ে সম্প্রতি 'হিন্দি দিবসে' করা টুইটের কারণে এরই মধ্যে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহকে। যদিও তিনি এবার নিজের সুর পাল্টে পূর্বের বক্তব্য থেকে সরে এসেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সুর পাল্টে বিজেপি সভাপতি বলেন, 'আমি কখনই অন্য আঞ্চলিক ভাষার উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা উচ্চারণ করিনি। কেউ যদি বিষয়টা নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।'

এ দিকে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) টুইট বার্তায় অমিত শাহ বলেছেন, 'ভারতে বহু ভাষা রয়েছে। তাই প্রতিটি ভাষারই নিজস্বতা, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। তবে বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষা অত্যন্ত প্রয়োজন। দেশের কোনো ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তা হলো আমাদের বহুপ্রচলিত হিন্দি ভাষা।'

যদিও ভাষা ইস্যুতে তার সেই মন্তব্যের পর আরও একটি টুইট পোস্ট করেছিলেন তিনি। যেখানে অমিত শাহ মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন। টুইট বার্তায় বিজেপির সভাপতি সবাইকে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ঐতিহাসিক এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বৃদ্ধির জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি।'

অপর দিকে 'হিন্দি দিবস' উপলক্ষে বিজেপির এই সভাপতির করা বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ও কর্ণাটকসহ গোটা ভারতেই এরই মধ্যে প্রতিবাদের ঝড় সৃষ্টি হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অমিত শাহের কড়া সমালোচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলার মর্যাদা ও অধিকার রক্ষার্থে রাজ্যের সর্বস্তরের জনগণকে একত্রিত হওয়ার আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন পশ্চিমবঙ্গের অর্ধশতাধিক বুদ্ধিজীবী। তাছাড়া দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও বিজেপি সরকারের 'এক দেশ, এক ভাষা' নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। যার অংশ হিসেবে তারা এই পরিকল্পনাকে 'হিন্দি আগ্রাসন' হিসেবেও মন্তব্য করেছেন।

আরও পড়ুন :- হামাগুড়ি দিয়ে ভারত ঢুকছে পাকিস্তানি জঙ্গিরা (ভিডিও)

মূলত এসবের প্রেক্ষিতেই গোটা দেশে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে অবশেষে গত বুধবার অমিত শাহ নিজের টুইটের আগের কথার সূর পালটে নতুন বক্তব্য দিলেন।

সূত্র : 'এনডিটিভি'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড